ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode):



উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
3। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

সিমপ্লেক্স (Simpex):
এই ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরনের ব্যবস্থা থাকে। যেমন: কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ।


হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
এই ডেটা ট্রান্সমিশন মোডে  উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, কিন্তু একসাথে নয়। যেমনঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।


ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিকে প্রবাহিত হয়। এই মোডে একই সময়ে একই সাথে  প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ বা প্রেরন করতে পারে। যেমন: মোবাইল ফোন, টেলিফোন।



প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহনের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইউনিকাষ্ট
২। মাল্টিকাস্ট
৩। ব্রডকাষ্ট

ইউনিকাষ্ট:
কোন নেটওয়ার্কের  একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহন করতে পারে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে ইউনিকাষ্ট। নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহন করছে।


মাল্টিকাষ্ট: 
কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি প্রাপক ডেটা পাবে না। শুধুমাত্র নেটওয়ার্কের একটি  গ্রুপ বা  কিছু গ্রুপ ডেটা পাবে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে মাল্টিকাষ্ট। নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং অনেক জন ডেটা গ্রহন করছে কিন্তু সবাই নয়। যেমন: মোবাইলের মেসেজ।


ব্রডকাষ্ট: 
কোন নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি প্রাপকই ডেটা পাবে, ডেটা ট্রান্সমিশনের এরুপ মোডকে বলে ব্রডকাষ্ট। নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহন করছে। যেমন: টেলিভিশন।




2 comments: