Saturday, June 24, 2023

দুইবার নোবেল জয়ী

২০২২ সালে রসায়নে নোবেল পাওয়া ব্যারি শার্পলেস (Barry Sharpless) ২য় বার নোবেল পাওয়া ৫ম ব্যক্তি। তাঁর পূর্বে আরো চারজন ব্যক্তি দুইবার নোবেল পেয়েছিলেন। তারা হলেন-

1. জন বার্ডিন (John Bardeen) পদার্থবিজ্ঞানে ১৯৫৬ এবং ১৯৭২ সালে নোবেল পান।

2. ম্যারি কুরি (Marie Skłodowska Curie) ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে  নোবেল পুরস্কার লাভ করেন।

3. লিনাস পলিং (Linus Pauling) ১৯৫৪ সালে রসায়নে এবং ১৯৬২ সালে শান্তিতে নোবেল পান।

4. ফ্রেডরিক স্যাংগার (Frederick Sanger) রসায়নে ১৯৫৮ এবং ১৯৮০ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

5. শার্পলেস ২০০১ সালে প্রথম রসায়নে নোবেল পুরস্কার পান। ২০২২ সালে তিনি ক্যারোলিন বারতোজ্জি (Carolyn R. Bertozzi) এবং মর্টিন মেলড্যাল (Morten Meldal) এর সাথে যৌথভাবে রসায়নে ২য় বারের মত নোবেল পুরস্কারে ভূষিত হন।

#NobelPrize #NobelPrizefacts


No comments:

Post a Comment