Saturday, May 20, 2023

নোবেল জয়ী আট পরিবার

এবছর (২০২২) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সাভান্তে প্যাবো। একই ক্যাটাগরিতে ১৯৮২ সালে তার বাবা বায়োকেমিস্ট সুনে বার্গস্ট্রোমও নোবেল পুরস্কার লাভ করেন

কিন্তু, পিতা-পুত্রের নোবেল জয়ের ঘটনা এবারই প্রথম নয়। ইতোপূর্বে এ ধরনের আরো ৭টি উদাহরণ রয়েছে। আসুন জেনে নেই নোবেল জয়ী পরিবার সম্পর্কে-



1. মেরি স্কোডোস্কা কুরি (Marie Skodowska Curie)1911 সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনি 1903 সালে স্বামী পিয়েরে কুরির (Pierre Curie) সাথে পদার্থবিদ্যায় আবারো নোবেল পান। তাদের কন্যা, আইরিন জোলিয়ট কুরি (Irene Joliot Curie) 1935 সালে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হন

2. পিতা উইলিয়াম ব্র্যাগ (William Bragg) এবং পুত্র লরেন্স ব্র্যাগ (Lawrence Bragg) 1915 সালে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল জিতেছিলেন

3. পদার্থবিজ্ঞানী নিলস বোর (Niels Bohr) 1922 সালে এবং তার পুত্র এজে এন বোর (Aage N. Bohr) 1975 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন

4. হ্যান্স ভন অয়লার-চেলপিন (Hans von Euler-Chelpin) 1929 সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন এবং তার ছেলে উলফ ভন অয়লার (Ulf von Euler) 1970 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন

5. আর্থার কর্নবার্গ (Arthur Kornberg)1959 সালে চিকিৎসা বিজ্ঞানে এবং তার ছেলে রজার ডি. কর্নবার্গ (Roger D. Kornberg) 2006 সালে রসায়নের জন্য পুরস্কার জিতেছিলেন

6. ম্যানে সিগবান (Manne Siegbahn) 1924 সালে পদার্থবিজ্ঞানের জন্য নোবেল পেয়েছিলেন এবং তাঁর ছেলে কাই এম সিগবান (Kai M. Siegbahn)1981 সালে পদার্থবিজ্ঞানে পুরষ্কার পেয়েছিলেন

7. জে জে থমসন (JJ Thomson) 1906 সালে এবং তার ছেলে জর্জ পেজেট থমসন (George Paget Thomson) 1937 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন

No comments:

Post a Comment