Saturday, May 20, 2023

১. Dollar Diplomacy (ডলার কূটনীতি)

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিরই আরেক নাম ডলার কূটনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ব্যবসা বানিজ্য, তথা সমগ্র মার্কিন অর্থনৈতিক কাঠামোর স্বার্থে এবং প্রভাববলয় সম্প্রসারণের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 'আন্তর্জাতিক মৈত্রী', 'অনুন্নত বিশ্বের অর্থনীতির পুনর্গঠন', 'কমিউনিজমের আক্রমণ থেকে স্বাধীনতা ও গনতন্ত্রকে রক্ষা' ইত্যাদির নামে বিভিন্ন রাষ্ট্রকে শত শত কোটি ডলার ঋণ ও সাহায্য প্রদান করে।কার্যত এই ঋণ ও সাহায্যের মাধ্যমে মার্কিন পণ্যের একচেটিয়া বাজার বজায় রাখার প্রয়াস চালানো হয় এবং ঋণ বা সাহায্য গ্রহীতা দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, প্রতিরক্ষা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তার করা হয়। আর এটিই Dollar Diplomacy বা ডলার কূটনীতি নামে পরিচিত

নোবেল জয়ী আট পরিবার

এবছর (২০২২) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সাভান্তে প্যাবো। একই ক্যাটাগরিতে ১৯৮২ সালে তার বাবা বায়োকেমিস্ট সুনে বার্গস্ট্রোমও নোবেল পুরস্কার লাভ করেন

কিন্তু, পিতা-পুত্রের নোবেল জয়ের ঘটনা এবারই প্রথম নয়। ইতোপূর্বে এ ধরনের আরো ৭টি উদাহরণ রয়েছে। আসুন জেনে নেই নোবেল জয়ী পরিবার সম্পর্কে-



1. মেরি স্কোডোস্কা কুরি (Marie Skodowska Curie)1911 সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনি 1903 সালে স্বামী পিয়েরে কুরির (Pierre Curie) সাথে পদার্থবিদ্যায় আবারো নোবেল পান। তাদের কন্যা, আইরিন জোলিয়ট কুরি (Irene Joliot Curie) 1935 সালে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হন