Tuesday, February 25, 2020


সাফল্যের জন্য জ্যাক মার ১০ উপদেশ

জ্যাক মা পৃথিবীর অন্যতম বড় অনলাইনভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩ তম শীর্ষ ধনী, তাঁর মোট সম্পদের পরিমাণ ২১.৬ বিলিয়ন ডলার। পৃথিবীজুড়ে মানুষ তাকে চেনে তার অটল সংকল্পের কারণে। বারবার ব্যর্থতা আর প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও ঘুরে দাঁড়িয়েছেন তিনি, অসম্ভব সব প্রতিকূলতার মোকাবিলা করে পৌঁছেছেন সাফল্যের শিখরে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ই-কমার্স সাইট আলিবাবা। সফল হতে হলে কী করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় এ প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি।

Monday, February 17, 2020


বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা যে নিয়মে হবে

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর (স্কোর) ও মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ চারটি বিশ্ববিদ্যালয় নতুন পদ্ধতি নিয়ে এখন আর সরাসরি দ্বিমত করছে না। তবে নতুন পদ্ধতিতে এ বছর শিক্ষার্থী ভর্তি করানোর বিষয়ে চূড়ান্ত কথা এখনো দেয়নি তারা।

Tuesday, February 4, 2020

সাফল্যের শীর্ষে উঠতে যা করতে হবে
সফল কারও কথা আলোচনা হলে কেউ কেউ বলে বসেন যে ওর মাথাভালো! আসলে সফল হওয়ার সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্কের বিষয়টি চিন্তা করা সহজ। কারণ বুদ্ধির কথা বললে অন্য কিছু আর তেমন গোনার মধ্যেই পড়ে না! তবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন ভিন্ন কথা।

Monday, February 3, 2020

উচ্চ মাধ্যমিক আইসিটি সাজেশন-২০২০

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও। তোমাদের মধ্যে অনেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়টাকে অনেক ভয় পায়। এটা ভয়ের কোনো বিষয় না। তোমাদের আজ কিছু গুরুত্বপুর্ণ টপিকস সাজেশন হিসেবে দেবো যেগুলো পড়লে ফাইনাল পরীক্ষায় ৯০% প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য শুভকামনা রইলো...

প্রথম অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত 
  • ভিডিও কনফারেন্সিং
  • ই-মেইল