সাফল্যের জন্য জ্যাক মার ১০ উপদেশ
জ্যাক মা পৃথিবীর অন্যতম বড় অনলাইনভিত্তিক কোম্পানি আলিবাবা
ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ৩৩
তম শীর্ষ ধনী, তাঁর মোট সম্পদের পরিমাণ ২১.৬ বিলিয়ন ডলার। পৃথিবীজুড়ে
মানুষ তাকে চেনে তার অটল সংকল্পের কারণে। বারবার ব্যর্থতা আর প্রত্যাখ্যানের মুখোমুখি
হয়েও ঘুরে দাঁড়িয়েছেন তিনি, অসম্ভব সব প্রতিকূলতার মোকাবিলা
করে পৌঁছেছেন সাফল্যের শিখরে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ই-কমার্স সাইট আলিবাবা। সফল
হতে হলে কী করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন
সময় এ প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি।

